Header Ads

Header ADS

রাশি কাকে বলে?

রাশি [-Quantities]:
এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।

*রাশিকে দুই ভাগে ভাগ  করা যায় ।যথাঃ
    ১। মৌলিক রাশি[Fundamental Quantities]
    ২। লব্ধি রাশি।[ Derived Quantities]
১। মৌলিক রাশিঃ যে সব  রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
যেমনঃদৈঘ্য,ভর,সময়,তাপমাত্রা, তড়িৎ প্রবাহ,দীপন ক্ষমতা ও পদার্থের পরিমান।
এককঃ মৌলিক রাশির একক কে মৌলিক একক বলে।

২।লব্ধি রাশিঃযে  সব  রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে এবং এদের বিশ্লেষন করলে মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধি রাশি বলে।
  যেমনঃ বেগ, বল, ত্বরণ , বিভব ইত্যাদি।
       বল= ভর * ত্বরণ
এককঃ যে সব একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদের কে লব্ধি একক বলে।

4 comments:

ইঞ্জিন কাকে বলে ?

ইঞ্জিন ( Engine ): যে সকল যন্ত্র বা ডিভাইস দ্বারা জ্বালানি প্রজ্বলন করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে প্রয়োজনীয় কার্য...

Theme images by enot-poloskun. Powered by Blogger.